ইসলাম নিষিদ্ধের ঘোষণা দিয়ে নিজেই নিষিদ্ধ!

মাত্র দু’দিন আগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির দলের নেতা এবং ভেনেলে শহরের মেয়র রবার্ট শার্ডন হুংকার ছেড়ে বলেছিলেন, ‘২০২৭ সালের মধ্যে অবশ্যই ফ্রান্সে ইসলাম ধর্মকে নিষিদ্ধ করা হবে। এবং কেউ এই ধর্ম পালন করতে চাইলে তাকে সঙ্গে সঙ্গে সীমান্তের বাইরে পাঠিয়ে দেয়া হবে।’ তারপর দুই দিন না যেতেই এখন নিজের মেয়র পদেই ‘নিষিদ্ধ’ হওয়ার অপেক্ষায় আছেন শার্ডন।
তার দল ইউএমপি ইতিমধ্যে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে এবং মেয়র পদ থেকেও তাকে বরখাস্ত করা হতে পারে। ইউএমপির ভাইস প্রেসিডেন্ট নাথালি কসিউস্কো মরিজে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এ ধরনের অদ্ভুত মন্তব্য কোনোভাবেই ইউএমপির কর্মসূচির মূল্যবোধের প্রকাশ ঘটায় না। আমি তার বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছি।’ শার্ডন তার টুইটারে ইসলামবিদ্বেষী মন্তব্য করার পরপরই নিকোলা সার্কোজি টুইট করে এর প্রতিবাদ জানান।

No comments

Powered by Blogger.