আয়োডিনের অভাব মেটাবে কপালের টিপ

কপালে টিপ দেয়া ছাড়া বাঙালি তথা ভারতীয় নারীদের সাজগোজ পূর্ণ হয় না। বিশেষ করে হিন্দু মেয়েরা ধর্মীয় কারণেও কপালে সিঁদুরের লাল টিপ দিয়ে থাকে। কিন্তু ভারতীয় নারীদের কপালের লাল টিপটি শুধু এখন সাজগোজের জন্যই ব্যবহার হবে না, খেয়াল রাখবে স্বাস্থ্যেরও। ‘জীবন বিন্দি’ নামের বিশেষ একধরনের টিপ এখন থেকে দেশটির প্রত্যন্ত অঞ্চলের নারীদের দেহে আয়োডিনের অভাব মেটাবে।
গ্রে গ্র“প নামের সিঙ্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবন বিন্দি’ নামের এই বিশেষ ধরনের টিপটি সম্প্রতি ভারতে নিয়ে এসেছে। আয়োডিনে ঠাসা এই টিপগুলো নারীদের কপালকে রাঙা করে তুলবে। কর্মব্যস্ত মহিলাদের ঘামের সঙ্গে টিপের ভেতরের আয়োডিনের বিশেষ মিশ্রণটি তাদের শরীরে মিশে যাবে। আর তা থেকেই লোমকুপ পথে পৌঁছে যাবে শরীরের প্রয়োজনীয় পরিমাণের আয়োডিন। ইতিমধ্যেই নাকি ভিডিও দেখিয়ে বিভিন্ন গ্রামের নারীদের মধ্যে এই টিপ বিতরণ করা হচ্ছে। ইন্ডিয়া টাইমস।

No comments

Powered by Blogger.