‘নাকবিহীন’ অলৌকিক শিশু

ওর নাম যাই হোক, ওকে সবাই ‘অলৌকিক’ শিশু বলেই ডাকতে শুরু করেছেন। ইন্টারনেটের কল্যাণে বিশ্বে ছড়িয়ে পড়ছে ওর ছবিটি। জন্মেই রীতিমতো তারকায় পরিণত হয়েছে ও। গত ৪ঠা মার্চ যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে জন্ম নেয়া ফুটফুটে শিশু এলি থম্পসন স্বাভাবিক স্বাস্থ্য নিয়েই জন্মেছে। কিন্তু, ওর নাক নেই। এলির নাক, নাসারন্ধ্র বা সাইনাসের ছিদ্র নেই। ও ওর মতোই সুন্দর। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। জন্মের সময় নবজাতক এলির ওজন ছিল ৬ পাউন্ড ৮ আউন্স। এলি যে সমস্যা নিয়ে জন্মেছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অত্যন্ত বিরল এ সমস্যাটির নাম ‘কনজেনিটাল অ্যরিনিয়া’। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বে এ ধরনের মাত্র ৩৮টি বিরলতম ঘটনার বিষয়ে জানা রয়েছে তাদের। বিস্ময়-শিশু এলির মা ব্র্যান্ডি ম্যাকগ্ল্যাদারি তার অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, প্রথমটায় মানসিকভাবে একটা ধাক্কা খেয়েছিলেন তিনি। তার চিকিৎসকের কাছ থেকে খবরটা শুনে মনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। ব্র্যান্ডি সন্তানের মুখ প্রথমবার দেখার কথা বর্ণনা করলেন এভাবে, আমি এলিকে ঘুরিয়ে ভালো করে দেখলাম। তারপর আমি বললাম, ওর কিছু এটা সমস্যা আছে। আমার চিকিৎসক বললেন, না, ও পুরোপুরি সুস্থ। আমি বললাম, না, ওর নাক নেই। এরপর নবজাতকটিকে অ্যালাবামার মোবাইল কাউন্টির ইউএস চিলড্রেন’স অ্যান্ড ইউমেন’স হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে চিকিৎসকরা ‘ট্রাকিয়াটমি’ বা শ্বাস-প্রশ্বাস নেয়ার জন্য শ্বাসযন্ত্রে একটি ছিদ্র করে শ্বাস-প্রশ্বাস নেয়া ও ছাড়ার কৃত্রিম ব্যবস্থা করে দিলেন। এর ফলে শিশুটি খাওয়ার সময় কোন সমস্যায় পড়বে না। ওর শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়াটাও চলবে স্বাভাবিকভাবে। বয়ঃসন্ধিকাল পেরোনোর পর চিকিৎসকরা সার্জারির মাধ্যমে এলির শ্বাস-প্রশ্বাস চলাচলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে এ ধরনের সার্জারি শিশুটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এলি থম্পসনের পরিবারের সদস্যরাও চান না মুখম-লের কোন বিশেষ সার্জারি করিয়ে কৃত্রিমভাবে তার নাকের গঠন তৈরি করতে। কারণ, তারা বিশ্বাস করেন এটাই ওর বিশেষত্ব এবং এভাবেই ও ওর মতোই সুন্দর।

No comments

Powered by Blogger.