আফগানিস্তানে আইএসের প্রথম বড় ধরনের হামলা

আফগানিস্তানের জালালাবাদ শহরে শনিবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং আরও শতাধিক আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বার্তাসংস্থা এএফপির কাছে টেলিফোনে এর দায়স্বীকার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক আইএসের এক স্থানীয় মুখপাত্র। অন্যদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনার পরে দেয়া এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, গোয়েন্দাদের তদন্তে যদি প্রমাণিত হয় যে আইএসই এ হামলার জন্য দায়ী, তাহলে আফগানিস্তানে এটাই আইসের প্রথম বড় ধরনের হামলা। স্থানীয় কর্মকর্তারা বলছেন,
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাঞ্চরীয় নানগরহর প্রদেশের জালালাবাদ শহরে একটি ব্যাংকের কাছে প্রথম হামলাটি হয়। প্রদেশের পুলিশ প্রধান ফজল আহমেদ শেরজাদ জানিয়েছেন, শহরের ‘নিউ কাবুল ব্যাংক’-এর শাখা অফিসের ফটকের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে লুকিয়ে রাখা বিস্ফোরক দ্রব্যে বিস্ফোরণ ঘটান। ওই হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রথম হামলাস্থলের মাত্র ৬০ মিটার দূরে ফের হামলা চালানো হয়। শহরের এক মাজারের বাইরে তৃতীয় বোমা হামলাটি হয়। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। শনিবার ব্যাংকের ওই শাখাটিতে বেতন নিচ্ছিলেন সরকারি কর্মচারীরা। লাইন ধরে দাঁড়িয়ে বেতন নেয়ার সময় আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে বলে শেরজাদ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.