বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনের রানওয়ে

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জে রানওয়ে বানাচ্ছে চীন। রানওয়ের নির্মাণ কাজ শেষ হলে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে এখানে। স্যাটেলাইটে ধারণা করা ছবিতে বিষয়টি ধরা পড়েছে। দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ রয়েছে চীনের। স্পার্টলির দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে কমপক্ষে তিনটি দেশ (ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স)। এই অবস্থায় সেখানে রানওয়ে নির্মাণের খবর আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশংকা করা হচ্ছে।
স্যাটেলাইটের ভিডিও ফুটেজে রানওয়ে চিহ্নিত হয়েছে ধূসর রিবনের আকৃতিতে। রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে ১০ হাজার ফুট। এই দৈর্ঘ্যরে রানওয়েতে সহজেই যুদ্ধবিমান ও নজরদারির কাজে ব্যবহৃত বিমান ওঠানামা করতে পারবে। নির্মাণাধীন রানওয়ের পাশে তৈরি করা হচ্ছে বিমান পার্কিয়ের স্থান। এসব কাজ শেষ হলে স্পার্টলি দ্বীপপুঞ্জে চীনের একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, স্পার্টলি দ্বীপপুঞ্জে এই রানওয়ে নির্মিত হলে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্ষমতা প্রদর্শনের যে প্রতিযোগিতা চলছে, তাতে কৌশলগত জয় হবে চীনের। কারণ সাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি দরকারি হল আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
করা। বিবিসি

No comments

Powered by Blogger.