প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হলে, ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না: নেতানিয়াহু

আগামীকাল সকাল থেকে ইসরাইলে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনের প্রাক্কালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি পুনঃনির্বাচিত হলে, কোন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না। নেতানিয়াহু সরকারি এক রেডিওতে দেয়া সাক্ষাৎকারে বলেন, দুই-রাষ্ট্র সমাধান এখন অপ্রাসঙ্গিক। তিনি বলেন, বাস্তবতা পরিবর্তিত হয়েছে।  পরপর দুই মেয়াদে ইসরাইলের প্রধামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। দেশটির সাধারণ নির্বাচনের ঠিক আগে তৃতীয়বারের মতো ডানপন্থী ভোটারদের মন জয় করতে নেতানিয়াহু এ প্রতিশ্রুতি দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টি মধ্য-বামপন্থী দল জিওনিস্ট ইউনিয়নের সঙ্গে কঠিন লড়াইয়ে নামবে এবং পাল্লাটা বিরোধীদের দিকেই ভারি। লিকুদ পার্টি জনপ্রিয়তায় পিছিয়ে রয়েছে। হার হোমা অঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় নেতানিয়াহু বলেন, আমরা জেরুজালেমের শক্তি বৃদ্ধি করতে থাকবো। সেক্ষেত্রে জেরুজালেমের বিভাজন সম্ভব হবে না এবং চিরকাল ঐক্যবদ্ধ থাকবে। অন্যদিকে, তিনি মনে করেন প্রতিদ্বন্দ্বী দল জিতলে, সেক্ষেত্রে তারা দেশের নিরাপত্তার সঙ্গে আপোস করবে। জেরুজালেমের ওপর ইসরাইলি নিয়ন্ত্রণও থাকবে না। জেরুজালেম শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনকে কখনও রাজধানী স্থাপন না করতে দেয়া এবং হাজার হাজার নতুন বসতি স্থাপনেরও প্রত্যয় ব্যক্ত করেন নেতানিয়াহু। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায়। বিরোধী দল জিওনিস্ট ইউনিয়নের নেতা আইজ্যাক হেরজোগ ও সাবেক শান্তি বিষয়ক মধ্যস্থতাকারী তাজিপি লিভনি ইসরাইলের নিয়ন্ত্রণ থেকে জেরুজালেমের অধিকার ছাড়তে প্রস্তুত বলে বারবার অভিযোগ আনেন নেতানিয়াহু।

No comments

Powered by Blogger.