খালেদার সাথে স্ত্রীর সাক্ষাত, সালাহউদ্দিনকে অক্ষত ফেরত চেয়েছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও তার দুই  সন্তান। রাত পৌনে ৮টার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ এক ঘণ্টা বৈঠক শেষে তারা রাত ৯টার দিকে কার্যালয় থেকে বের হন। কার্যালয়ের সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। হাসিনা আহমেদ আরও বলেন, আমি জানতে চাই আমার স্বামী কোথায় আছেন? সুস্থ অবস্থায় তাকে ছেলে-মেয়ের কাছে ফিরিয়ে দেয়া হোক, এটাই আমার আবেদন। এসময় সালাহউদ্দিন আহমেদের ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ, ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা ও ভাবী শামীম আরা উপস্থিত ছিলেন।
‘সালাহ উদ্দিন আত্মগোপনে আছেন’ -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে রয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উনি (সালাহ উদ্দিন আহমেদ) এর আগেও আত্মগোপনে থেকে বিভিন্ন সময় তালেবানি পদ্ধতিতে সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতেন। আমরা আগেও তাকে খুঁজছিলাম, এখন গোয়েন্দা পুলিশ তাকে খুঁজছে। বিদেশে পলাতক খুনের আসামি ও চিহ্নিত সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

No comments

Powered by Blogger.