‘পুলিশ প্রধানের পদত্যাগ করা উচিত ছিল’

বিশিষ্ট বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সময় পুলিশ নীরব ভূমিকা পালন করার দায়ে সংস্থাটির প্রধানের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল বিকালে রাজধানী ধানমন্ডির একটি মিলনায়তনে ‘অভিজিৎ হত্যা ও চলমান সন্ত্রাস’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এ বি এম খায়রুল হক বলেন, ‘প্রকাশ্যে একজন লোককে হত্যা করা হচ্ছে, আর ১৫ গজ দূরে বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল। তাদের কি উচিত ছিল না ঘটনাস্থলে দ্রুত এগিয়ে যাওয়া? তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশ সদস্যদের কি উচিত ছিল না, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। তাদের কি উচিত ছিল না, অভিজিতের স্ত্রী বন্যা আহমেদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা? খায়রুল হক বলেন, যিনি পুলিশ বাহিনীর প্রধান, তার গাড়িতে দেখলাম তিনটা স্টার লাগানো। কিন্তু স্টার আমাদেরকে কোন সহযোগিতা করে না। সাধারণ মানুষ স্টারের জন্য দৌড়ায় না। তারা চায় সাহায্য। আমার মাথার মগজ যেন রাস্তায় না পড়ে থাকে। আমার কাছে স্টারের দামটা এ রকম। তার উচিত ছিল সেইদিই পদত্যাগ করা। তিনি এও বলেন, ওই সংস্কৃতি আমাদের দেশে নেই। কারণ সেটা আমরা আশাও করি না। খায়রুল হক বলেন, আপনাকে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যদের ডেকে নিয়ে আসতে হবে? এফবিআই যে গ্রামার মেনে তদন্ত করে আপনাদের তো একই গ্রামার মেনে তদন্ত করার কথা। একই প্রশিক্ষণ একই প্রক্রিয়া, তাদের আসার প্রয়োজন হয় কেন?
সাবেক বিচারপতি সৈয়দ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, অভিজিতের পিতা অধ্যাপক অজয় রায়, ইতিহাসবিদ মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।

No comments

Powered by Blogger.