ক্ষমতার বাইরের বিরোধীদের সঙ্গে গঠনমূলক সংলাপে যেতে হবে -ব্রিফিংয়ে বান কি মুনের মুখপাত্র

জাতিসংঘের নিয়মিত বিফ্রিংয়ে আবার বাংলাদেশে বিরোধীদের সঙ্গে গঠনমূলক সংলাপের তাগিদ দেয়া হলো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করা ও তার বিরুদ্ধে সন্ত্রাস ও অন্যান্য অভিযোগ প্রত্যাহারের বিষয়ও আলোচিত হয় সেখানে। আলোচনায় উঠে আসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সেনা সদস্যদের প্রসঙ্গ। এতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিকের কাছে বিরোধী দল বলতে কাদের বোঝানো হচ্ছে এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, যারা ক্ষমতার বাইরে আছে তারাই বিরোধী দল। তাদের সঙ্গে গঠনমূলক সংলাপে যেতে হবে।

No comments

Powered by Blogger.