পৃথিবী নয় সূর্যই ঘোরে

পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে- বিশ্বের তাবড় সব বিজ্ঞানীর এ তত্ত্বকে সম্প্রতি ভুল বলে আখ্যা দিলেন এক সৌদি আলেম। ‘পৃথিবী একটি নিশ্চল বস্তু, এটি ঘোরা তো দূরের কথা, নড়তেও পারে না। বরং সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে।’ গ্যালিলিও আর জিওর্দানো ব্রুনো থেকে শুরু করে আধুনিক টেলিস্কোপওয়ালা নাসার বিজ্ঞানীদের যাবতীয় তত্ত্বকে ভুল দাবি করে এমন কথা বলেছেন শেখ বান্দার আল-খাইবারি নামে এক সৌদি আলেম।
গত ১৫ ফেব্রুয়ারি গ্যালিলিও গ্যালিলির জন্মদিবস (১৫ ফেব্রুয়ারি ১৫৬৪) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে নিজের এই ‘গবেষণা’ তুলে ধরেন খাইবারি। ইতিমধ্যে খাইবারির এই বক্তৃতা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুলভাবে আলোচিত হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তিকে পরোয়া না করা খাইবারির দাবি, যদি পৃথিবী নিজের কক্ষপথে ঘুরত, তাহলে বিমান কখনওই তার গন্তব্যে পৌঁছাতে পারত না। পৃথিবী ঘুরলে বিমানের ওড়ার প্রয়োজন কী! চীন’ই তো ধীরে ধীরে বিমানটির কাছে এগিয়ে আসতো! নাসার চন্দ্রজয়ের বিষয়টি হলিউডের সৃষ্টি বলে উড়িয়ে দিয়ে নিজের তত্ত্ব ভুল প্রমাণ করতে বিজ্ঞানীদের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন খাইবারি। দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল, হাফিংটন পোস্ট।

No comments

Powered by Blogger.