শেষ চারে থাইল্যান্ডকে পেল বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। মঙ্গলবার বি-গ্রুপের শেষ ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে এ-গ্র“পের রানার্সআপ বাংলাদেশের মোকাবেলা করবে থাইল্যান্ড। বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ০-১ গোলে হারলেও শ্রীলংকাকে সমান ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। অন্যদিকে থাইল্যান্ড প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়েছিল। প্রথম ম্যাচে জিতে পুরো তিন পয়েন্ট পেয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল থাইল্যান্ড। তাই মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা মাঠে নামে চাপমুক্ত থেকেই। অন্যদিকে আগের ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে গোলশূন্য ড্র করাতে চাপের মুখে ছিল মধ্যপ্রাচ্যের দেশটি। যদিও প্রথমার্ধের শুরুতে থাইল্যান্ডকেই চাপের মুখে ফেলেছিল বাহরাইন।
বারবার আক্রমণ করেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে তারা। তাদের চেষ্টার সফলতা মেলে ৩৫ মিনিটে। নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বাহরাইন। বক্সের বাইরে থেকে থাইল্যান্ডের মিডফিল্ডার ভিরাসার্ট ছাওয়াতের ফ্রিকিক নিজেদের বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন মিডফিল্ডার আবদুল্লা আলী (১-০)। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি থাইল্যান্ড। ৫৩ মিনিটে আরও একবার বাহরাইনের জালে বল পাঠায় নেভিব্ল– জার্সিধারীরা। প্রতিপক্ষের বক্সে বল নিয়ে ঢুকে পড়েন থাইল্যান্ডের অধিনায়ক পামপার্ক পাকর্ন। জোড়াল শটে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড (২-০)। ২-০ গোলে হারলে নিশ্চিত ঝরে পড়তে হবে টুর্নামেন্ট থেকে। ৫৬ মিনিটে মিডফিল্ডার ভিরাসার্ট ছাওয়াতের ক্রস থেকে বল পেয়ে বাহরাইনের জালে পাঠান পিমকন জাতুরং (৩-০)। এরপর আর ম্যাচে ফেরা হয়নি বাহরাইনের। তিন গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মধ্যপ্রাচ্যের এ দেশটি।

No comments

Powered by Blogger.