সামাজিক নিরাপত্তা বেষ্টনী- প্রসূতি দুস্থ রেখে সুস্থ প্রজন্ম সম্ভব নয়

দুস্থ প্রসূতি ও তাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় নগদ টাকা প্রদানের যে প্রকল্প সরকার হাতে নিতে যাচ্ছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক এই কর্মসূচি কেবল দুস্থ প্রসূতিদের স্বাস্থ্য রক্ষা নয়, সুস্থ জাতি গঠনেও অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। তবে এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দারিদ্র্যপীড়িত এলাকার পাঁচ লাখ মানুষকে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত সহায়তার যে অঙ্ক সমকালে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, তা দুর্মূল্যের বাজারে স্বল্পতরই মনে হয়। কর্মজীবী নারীরা যেভাবে প্রসূতিকালীন ছয় মাস সবেতন ছুটি পেয়ে থাকেন, সেটা বিবেচনা করে যদি দুস্থ প্রসূতিদের ছয় মাসের ভাতার ব্যবস্থা করা যায়, তাহলে এই কর্মসূচি সত্যিই সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে। পাশাপাশি দুস্থ প্রসূতিদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধ, পথ্য ও খাবারের ব্যবস্থাও করা যায় কি-না, সংশ্লিষ্টদের ভেবে দেখতে বলব আমরা। অবশ্য সূচনা হিসেবে বিষয়টি সাধুবাদই পাওয়ার যোগ্য। আমরা আশা করি, এই কর্মসূচি পর্যায়ক্রমে গোটা দেশেই সম্প্রসারিত হবে। আমরা জানি, বর্তমান সরকার প্রথম দফায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সময়ই সামাজিক নিরাপত্তা বেষ্টনী উন্নতকরণ ও সম্প্রসারণে বিশেষ মনোযোগ দিয়েছিল। ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, মহিলা বিষয়ক দপ্তর, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তর, বিআরডিবি, সমাজসেবা দপ্তরের মাধ্যমে অতিদরিদ্র নারী-পুরুষ, অসচ্ছল মুক্তিযোদ্ধা, বিধবা ও স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের এসব সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ করে মঙ্গা বলে পরিচিত বৃহত্তর রংপুর অঞ্চলের মৌসুমি দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকার সাফল্যের পরিচয় দিয়েছে। ওই অঞ্চলসহ দারিদ্র্যপীড়িত বিভিন্ন অঞ্চলে কর্মসৃজন প্রকল্প, নানা নামে খাদ্যশস্য সহায়তা প্রকল্পগুলোর মধ্যেও ছিল উদ্ভাবনী ও আন্তরিকতার ছাপ। দুস্থ প্রসূতিকে নগদ অর্থ সহায়তা এই ধারাবাহিকতার সর্বসাম্প্রতিক পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক অন্যান্য প্রকল্প বিভিন্ন সময় যেমন দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে, তেমনি এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোথাও কোথাও দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও উঠেছে। নতুন কর্মসূচিটিতে তার পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা। এটাও মনে রাখতে হবে, দারিদ্র্য একটি বহুমাত্রিক অব্যবস্থাপনা ও নীতি ঘাটতির পরিণতি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমেই তা বিমোচন করা যাবে_ এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। দারিদ্র্যমুক্ত, সুস্থ, সবল জাতি গঠনে আরও অনেক দূর যেতে হবে।

No comments

Powered by Blogger.