‘বিএনপি নেতাদের উপরও হামলা হতে পারে’ -হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের উপরও হামলা হতে পারে। তবে তার দায় আপনাদেরই নিতে হবে। আজ দুপুরে ধানম-িস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সদস্যদের এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হানিফ বলেন, বিএনপিকে বলবো সন্ত্রাস বন্ধ করুন। একজন সজ্জন লোকের (ছবি বিশ্বাস) ওপর হামলা করেছেন। এদেশে অনেক জনগণ আছে যারা আপনাদের ও আপনাদের গাড়িতেও হামলা করতে পারে। এর দায়ভারও আপনাদেরই নিতে হবে। তিনি  বলেন, গতকাল ছবি বিশ্বাসের ওপর যে হামলা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ছাত্রদলের যেসব সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সেসব সন্ত্রাসীদের যেন সরকার অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। সংবাদ সম্মেলনে হানিফ আরও বলেন, প্রত্যেক দলে রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সে হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তাও সরকার দেখবে। ছাত্রলীগের কর্মীদের দ্বারা ছাত্রদলের কর্মীদের আহত হওয়ার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের কর্মসূচি ছিল। ছাত্রদল ছাত্রলীগের ওপর আগে হামলা করেছে। তবে ছাত্রলীগের কেউ যদি সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকে তাদের আইনের আওতায় আনা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।

No comments

Powered by Blogger.