চট্টগ্রামে স্ত্রীর সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন সৌরভ

চট্টগ্রামে সৌরভ পাল (৩৩) নামের এক প্রকৌশলী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এই সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিল। গতকাল সকালে নগরীর কর্নেল হাটের কৈবল্যধাম সংলগ্ন ছাইপাড়া রেল লাইনে হঠাৎ দৌড়ে ঝাপ দেন তিনি। পরে ক্ষতবিক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনার কোন কারণ জানা না গেলেও দাম্পত্য কলহের জের ধরে তা হয়েছে বলে জানিয়েছেন তার আত্মীয়স্বজনরা। নিহত সৌরভের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান ঊনসত্তর পাড়ায়। তার পিতার নাম গোপাল চন্দ্র পাল। চুয়েট থেকে পাস করে বর্তমানে অস্ট্রেলিয়ার একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি। সৌরভ একজন বৈদ্যুতিক প্রকৌশলী। শহরের নাছিরাবাদ মহিলা কলেজের পাশে তার ভাইয়ের বাসায় থাকতেন।তার দুই বন্ধু মানবজমিনকে বলেন, ঘটনাটি ঘটে গতকাল সকাল ১১টায়। ট্রেনের নিচে ঝাঁপ দেয়ার আগে তিনি স্ত্রীর সঙ্গে রাস্তায় ঝগড়া করছিলেন। একপর্যায়ে একটি ট্রেন আসতে দেখে তিনি দৌড় দেন। এ সময় তার স্ত্রী আশপাশের লোকজনকে স্বামীকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকেন। মুহূর্তের মধ্যে সৌরভ  কর্নেল হাটের কৈবল্যধামসংলগ্ন ছাইপাড়া রেললাইনের ওপর শুয়ে পড়লে ট্রেনে কাটা পড়েন তিনি। তার ডান পা ও বাম হাত দেহ থেকে আলাদা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। নিজের স্বামীকে চোখের সামনে ঝাঁপ দিতে দেখে তার স্ত্রীর চিৎকার আশপাশের মানুষের কানে আসছিল। তিনি বারবারই বলছিলেন, তুমি এমন কাজ করো না। আমি একা হয়ে যাবো। আমার কথা শোনো। ভুল হয়ে গেছে। ঝাঁপ দেয়ার সময় সৌরভ তখন তাকে বলেছিলেন, আমি মরেই প্রমান করবো তোমাকে কতো ভালোবাসি। স্থানীয় কয়েকজন অটোরিকশা চালক এসব কথা জানান মানবজমিনকে। চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই অহিদুল হক জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের এক বছরের মাথায় এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা প্রথমে শুনে ভেবেছিলাম রেলের নিচে কাটা পড়েছে হয়তো কেউ। পরে খবর নিয়ে দেখলাম একজন প্রকৌশলী আত্মহত্যা করেছেন। সৌরভের পারিবারিক সূত্র জানায়, বেশ ভালো বেতনে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ৩ বছর আগে তিনি অস্ট্রেলিয়া পাড়ি জমান। পরে দেশে ফিরে ব্যস্ত হয়ে যান সাংসারিক কাজে। এক বছর আগে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ তৈরি হয়। গতকাল সকালে তাকে নিয়ে শান্তির জন্য কৈবল্যধাম আশ্রমের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর পথে ঘটে এ ঘটনা। এ বিষয়ে জানতে চাইলে গতকাল বিকালে সৌরভ পালের মেজো ভাই সবুজ পাল মানবজমিনকে বলেন, কিছুই বলার নেই। সে আমাদের পরিবারের খুব প্রিয় একটি ভাই ছিল। কিন্তু অস্থিরতায় ভোগার কারণে সে এমন পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, রাস্তা থেকে এক ব্যক্তি আমাদের ফোন করে বলেন আপনার ভাইয়ের লাশ পাওয়া গেছে। একজন মহিলা সঙ্গে রয়েছেন। পরে হাসপাতালে গিয়ে দেখি সেটি ছিল সৌরভের লাশ। কালীপূজা উপলক্ষে বিকালে তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিলো।

No comments

Powered by Blogger.