তাপস পালের ধর্ষণের হুমকি, পশ্চিমবঙ্গে আলোড়ন

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেতা তাপস পাল অতীতের সব রাজনীতিক কু-ভাষ্যকে ছাপিয়ে  গেছেন। আর এই নিয়ে তার বিরুদ্ধে সোচ্চার রাজনৈতিক দলগুলি। জাতীয় মহিলা কমিশনও সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। তাপস পালকে নজিরবিহীন কু-কথা বলার জন্য গ্রেপ্তারের দাবিও উঠেছে। সংসদে তাকে ইমপিচ করার আবেদন জানাতে চলেছে কেন্দ্রের শাসক দল। তৃণমূল কংগ্রেস গা বাঁচাতে তড়িঘড়ি শোকজ করেছে এই সংসদ সদস্যকে। সম্প্রতি নদিয়ার চৗমাহা গ্রামে সিপিএমকে উদ্দেশ্য করে তাপস পাল বলেন, আমি প্রচুর মাস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি। আমি নিজে রিভলভার দিয়ে গুলি করে চলে যাবো। এখানেই থেমে থাকেননি টলিউলের এ অভিনেতা। সিনেমার সংলাপেও তিনি যা বলেননি, সেটাই  বেরিয়ে এল এসেছে তার মুখ থেকে। বলেন, আমার মা, বোন, বাবা, বাচ্চা কারও গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলবো না। বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব৷ তৃণমূলের কারও গায়ে যদি  কোন সিপিএম হাত দেয়, তাদের গোষ্ঠি শেষ করে দেব৷ বাড়ি, ঘর জ্বালিয়ে দেব। সোমবার তাপস পালের এই বক্তব্য সম্প্রচারিত হতেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। সিপিএমের পলিটব্যুরো সদস্য এবং রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, তাপস পালের যা স্ট্যান্ডার্ড, তাতে ওর সম্পর্কে কথা বলতেই রুচিতে বাধে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, দিদির শিক্ষায় তাঁর ভাইরা শিক্ষিত। তাই দিদির সুরেই তারা কথা বলে। ওই সাংসদ যা বলেছেন, তার নিন্দার কোন ভাষা নেই। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের আমলে এই রাজ্য ধর্ষণে চ্যাম্পিয়ন হয়েছে। এই দলের নেতাদের পক্ষে এই ধরনের কথাই মানায়। তিনি আরও বলেছেন, সংসদে তাপস পালের বিরুদ্ধে ইমপিচ করার আবেদন জানাবেন তারা। স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশকে সংসদ সদস্যকে প্রেপ্তারের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তবে তাপস পালের স্ত্রী নন্দিনী পাল সোমবার সন্ধ্যায় তাপসের কথা উল্লেখ না করেই লিখেছেন, আমি নীরবে কেঁদেছি। নিজের মধ্যে কেঁদেছি। কোনও আশা নেই জেনেই কেঁদেছি। তৃণমূল কংগ্রেস অবশ্য তাদের সংসদ সদস্যেদের কু-কথার সঙ্গে নিজেদের জড়াতে চায়নি। তড়িঘড়ি দলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন লিখিত বিবৃতিতে বলেছেন, ওই সব মন্তব্য অত্যন্ত অবিবেচনাসুলভ। দল এসব অনুমোদন করে না।

No comments

Powered by Blogger.