সিআইয়ের উচ্চপদে প্রথম নারী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) শীর্ষস্থানীয় পদে প্রথমবারের মতো কোনো নারী নিয়োগ পাচ্ছেন। তাঁর নাম আভরিল হাইনেস। তিনি হোয়াইট হাউসের একজন আইনজীবী। সিআইয়ের উপপরিচালক মাইকেল মরেলের স্থলাভিষিক্ত হবেন তিনি।
এক বিবৃতিতে গত বুধবার এ কথা জানানো হয়। সিআইয়ের প্রধান জন ব্রেনান বিবৃতিতে বলেন, 'গত দুই বছরে ডেপুটি অ্যান্ড প্রিন্সিপাল কমিটির সব সভায় হাইনেস উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি আইনজীবীদের সভাপতির দায়িত্ব পালন করছেন, যা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরিস্থিতি ও অভিযান সম্পর্কে তাঁর নির্দেশনা, মূল্যায়ন ও ধারণা অসাধারণ।' এর আগে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার উপসহকারী ছিলেন।
বর্তমান উপপরিচালক মাইকেল মরেল আগামী আগস্টে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি অবসরে গেলে হাইনেস তাঁর নতুন দায়িত্ব শুরু করবেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.