বিহারে ট্রেনে মাওবাদী হামলা, নিহত ৩

ভারতে বিহার রাজ্যে একটি আন্তনগর ট্রেনে মাওবাদীদের হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। মুঙ্গার জেলার জামুই স্টেশনের কাছে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ হামলা হয়।
পুলিশের দাবি, ট্রেনে অবস্থিত রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে রক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করার জন্য এ হামলা চালানো হয়।
ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো জানায়, দুপুর দেড়টার দিকে জামুই স্টেশনের কাছে ধানবাদ-পাটনা নামের আন্তনগর ট্রেনে হামলা চালানো হয়। হামলায় প্রায় ১০০ মাওবাদী অংশ নেয়। এতে ট্রেনের ভেতর তিনজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন ট্রেনের চালকও। অমিতাভ কুমার নামের এক পুলিশ কর্মকর্তা জানান, জিআরপি ও আরপিএফ সদস্যদের অস্ত্র ছিনতাই করতে মাওবাদীরা এ হামলা চালিয়েছে। এর আগে গত ২৫ মে ছত্তিশগড়ের কংগ্রেস নেতাদের গাড়িবহরে হামলা চালায় মাওবাদীরা। হামলায় কংগ্রেসের প্রবীণ নেতা ভিসি শুক্লা ও রাজ্যের কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেলসহ ৩০ জন মারা যান। সূত্র : টিএনএন।

No comments

Powered by Blogger.