৪৭ বছর পর হাইতিতে যুক্তরাজ্যের দূতাবাস

প্রায় অর্ধশতাব্দী পর হাইতিতে ফের দূতাবাস চালু করেছে যুক্তরাজ্য। পশ্চিম গোলার্ধের দেশগুলোতে কূটনৈতিক ও বাণিজ্য উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তারা। হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে দূতাবাস উদ্বোধন করেন যুক্তরাজ্যের বিদেশ দপ্তর মন্ত্রী হুগো সোয়্যার।
১৯৬২ সালে ক্যারিবীয় দেশ হাইতির সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ নেতা ও প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া দুভ্যালিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জেরার্ড কোরলি স্মিথকে অবাঞ্ছিত ঘোষণা করেন। ১৯৬৬ সালে হাইতি ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়।
প্রতিবেশী ডোমিনিকান প্রজাতন্ত্রে নিযুক্ত ব্রিটিশ কূটনীতিক স্টিভেন ফিসারকে হাইতির নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যে কূটনৈতিক মিশন চালু করার কথা ভাবছে হাইতি। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.