অহেতুক কৌতুক

কাঁঠাল আমাদের জাতীয় সমস্যাগুলোর কথা মনে করিয়ে দেয়। বাইরে থেকে দেখলে আমরা কাঁঠালের মতোই শক্ত। ভেতরটাতে সবাই নানা সমস্যায় আঠা দিয়ে লেগে আছি। কিন্তু তার পরও আমাদের মনটা কাঁঠালের বীজের মতো শক্ত। ভেজে খাওয়া যায়।
জীববিজ্ঞান শিক্ষক: একটি বহুমাত্রিক ফলের নাম বলো।
ছাত্র: স্যার ডেজার্ট!

শিক্ষক: সাদা-কালো আর রঙিন টিভির মধ্যে পার্থক্য কোথায়?
ছাত্র: স্যার, সাদা-কালো টিভিতে গাজরকে দেখতে মুলার মতো লাগে, কিন্তু রঙিন টিভিতে গাজরকে দেখতে লাগে লাল মুলার মতো।

বল্টু: বল তো আম, কাঁঠাল, কমলা পাকলে হলুদ দেখায় কেন?
পল্টু: সবার মনে হয় তখন জন্ডিস হয়!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

No comments

Powered by Blogger.