ফিরে দেখাঃ সুকুমার রায় by ইমরান রহমান

নপ্রিয় শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় তার পিতা ও বিধুমুখী দেবী তার মা। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের পিতা তিনি। সুকুমার রায়ের জন্ম হয় বাঙালি রেনেসাঁর স্বর্ণযুগে এক সাহিত্যানুরাগী পরিবারে। উপেন্দ্রকিশোরের ঘনিষ্ঠবন্ব্দু রবীন্দ্রনাথ ঠাকুরের সরাসরি প্রভাব পড়েছিল সুকুমারের ওপর।

১৯০৬ সালে রসায়ন ও পদার্থবিদ্যায় বিএসসি করার পর মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য ১৯১১ সালে বিলেতে আসেন সুকুমার। এখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির ওপর পড়াশোনা করেন। ১৯১৩ সালে সুকুমার কলকাতায় ফিরে আসেন। এ সময় তিনি পিতার প্রতিষ্ঠিত ছোটদের মাসিক পত্রিকা সন্দেশে লিখতে শুরু করেন। পিতার মৃত্যুর পর তিনি এ পত্রিকার দায়িত্ব নিজেই গ্রহণ করেন। সন্দেশে থাকাকালীন তার লেখা ছড়া, গল্প ও প্রবন্ব্দ আজও বাংলা শিশুসাহিত্যে মাইলফলক হয়ে আছে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি ‘ননসেন্স’ নামে একটি ক্লাব গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে ইংল্যান্ড থেকে ফেরার পর ‘মানডে’ নামে অনুরূপ একটি ক্লাব খোলেন তিনি। তার সৃষ্টিকর্মের মধ্যে আবোল-তাবোল, পাগলা দাসু, খাই খাই, হযবরল, অবাক জলপান, ঝালাপালা প্রভৃতি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ১৯২৩ সালে অল্প বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

No comments

Powered by Blogger.