হেঁটে বিশ্বভ্রমণ শেষ করলেন জ্যঁ বেলিভিউ

ব্যবসায় দেউলিয়া হয়ে ঘর ছেড়েছিলেন কানাডার নাগরিক জ্যঁ বেলিভিউ। শুরু হয়েছিল পৃথিবীজুড়ে পরিভ্রমণ। গত রোববার মন্ট্রিয়লে পৌঁছে তিনি শেষ করেছেন টানা ১১ বছরের হেঁটে বিশ্বভ্রমণ।
মন্ট্রিয়ল পৌঁছার পর আইনপ্রণেতাসহ স্বজন ও শুভানুধ্যায়ীরা বেলিভিউকে প্রাণঢালা সংবর্ধনা জানান। এ সময় সিটি হলে তাঁদের উদ্দেশে তিনি বলেন, তাঁর নতুন লক্ষ্য হচ্ছে শান্তির সপক্ষে প্রচারণা। তিনি বলেন, এখন থেকে কানাডাসহ বিভিন্ন দেশের সরকারের কাছে ধরনা দেবেন ‘শান্তি মন্ত্রণালয়’ গঠনের জন্য।
বেলিভিউ বলেন, ‘আমরা সবাই পরস্পর আলাদা। আমাদের বর্ণ, বিশ্বাস, রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন ভিন্ন। এ জন্যই পৃথিবীতে জীবন সুন্দর। এসব আলাদা বৈশিষ্ট্য সংগীতের ভিন্ন ভিন্ন স্বরলিপি। এই স্বরলিপি থেকে অভিন্ন সুরে ঐক্যের গান সৃষ্টি করতে হবে।’
২০০০ সালের ১৮ আগস্ট ৪৫তম জন্মদিনে মন্ট্রিয়ল ছেড়ে পায়ে বেরিয়ে পড়েন বেলিভিউ। দেউলে হওয়ার দুঃখ ভুলতে তিনি বিশ্বভ্রমণ করেন।

No comments

Powered by Blogger.