এক দিন পর আবার ব্যাপক দরপতন

সূচক এক দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ মঙ্গলবার আবারও পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ১১৬ পয়েন্ট কমেছে। সঙ্গে কমেছে লেনদেন হওয়া দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল ডিএসইর সূচক ৩৬ পয়েন্ট বাড়ে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের দিকে সূচক ৩৮ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে। ২৫ মিনিটের দিকে সূচক নয় পয়েন্ট কমে যায়। এরপর আবারও সূচক সামান্য বাড়তে থাকলেও প্রথম ঘণ্টার পর সূচক দ্রুত কমতে থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৬.৪৭ পয়েন্ট কমে ৫,৩০৭.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ২৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২০৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, সামিট পাওয়ার, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, ইউসিবিএল, ইসলামী ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।

No comments

Powered by Blogger.