আত্মহত্যা করেননি ভ্যান গঘ

বিখ্যাত ডাচ শিল্পী ভ্যান গঘ আত্মহত্যা করেননি, দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। দুটি বালকের ত্রুটিপূর্ণ আগ্নেয়াস্ত্র থেকে বের হওয়া গুলির আঘাতে মারা যান তিনি। সম্প্রতি স্টিভেন নাইফে ও গ্রেগরি হোয়াইট স্মিথ নামের দুই লেখক এই দাবি করেছেন।
১০ বছর ধরে ভ্যান গঘের মৃত্যু নিয়ে গবেষণা করার পর এই সিদ্ধান্তে পৌঁছান লেখকেরা।
১৮৯০ সালে ফ্রান্সের অভার্স-সু-ওইসে শহরের একটি সরাইখানায় ৩৭ বছর বয়সে মারা যান ভ্যান গঘ। অনেক দিন ধরে মানুষের মধ্যে এই ধারণা বিদ্যমান যে ভ্যান গঘ আত্মহত্যা করেছেন।
লেখক স্টিভেন নাইফে বলেন, গত শতকের তিরিশের দশকে প্রখ্যাত ইতিহাসবিদ জন রিওয়াল্ড অভার্স সফর করেন। এ সময় তিনি ভ্যান গঘ সম্পর্কে পাওয়া তথ্যাবলি নথিভুক্ত করেন। এ ছাড়া অন্য যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলোও গঘের মৃত্যুর কারণ সম্পর্কে পাওয়া নতুন ধারণাকে সমর্থন করে।

No comments

Powered by Blogger.