প্রথম দিনটি পাকিস্তানের

তরুণ বাঁ-হাতি পেসার জুনায়েদ খানের দুর্দান্ত বোলিংয়ে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রানে গুঁটিয়ে গেছে শ্রীলঙ্কা। একমাত্র অ্যাঙ্গেলো ম্যাথিউ ছাড়া আর কোনো লঙ্কান ব্যাটসম্যানই আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি। ম্যাথিউস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ রানে। পাকিস্তানের পক্ষে মাত্র ৩৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেছেন জুনাইদ। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ২৭ রান সংগ্রহ করে আজ প্রথম দিন শেষ করেছে পাকিস্তান।
টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে প্রায় ২৬ ওভার ব্যাট করার পর ৪৮ রান যোগ করে ভালো সূচনার ইঙ্গিত দিয়েছিলেন দুই লঙ্কান ওপেনার থারাঙ্গা পারানাভিতানা (৩৭) ও লাহিরু থিরিমানে (২০)। কিন্তু ৪৮ রানের মাথায় থিরিমানে সাঈদ আজমলের শিকারে পরিণত হওয়ার পর শুরু হয় শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়। দুই ওভার পরেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। তৃতীয় ও চতুর্থ উইকেটে পারানাভিতানা ও দিলশানকে সঙ্গে নিয়ে তিনি যোগ করেছিলেন ২৮ ও ৩৩ রান। কিন্তু এরপর খুব দ্রুতই আউট হয়ে যান দিলশান, মাহেলা জয়াবর্ধনে, প্রসানা জয়াবর্ধনে ও রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১১৪ রান। অষ্টম উইকেটে ৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কাকে কিছুটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান অ্যাঙ্গেলা ম্যাথিউ (৫২*) ও সুরাঙ্গা লাকমাল (১৮)। শেষ পর্যায়ে টানা দুই ওভারে চানাকা ওয়েলেগেদারা ও নুয়ান প্রদীপের উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ১৯৭ রানেই গুটিয়ে দেন জুনায়েদ।

No comments

Powered by Blogger.