তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬১

তুরস্কে গত রোববারের শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৬১ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।
ভূমিকম্পে গৃহহারা অনেক মানুষ প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছে। সরকারও স্বীকার করেছে যে তাঁবুর চাহিদা মেটাতে তারা হিমশিম খাচ্ছে।
সরকারিভাবে মৃতের সর্বশেষ সংখ্যা ৪৬১ জন বলে জানানো হয়েছে। তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত কয়েক হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে।
এদিকে গতকাল আরসিস শহরে নিজ বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর গোজদের বাহার (২৭) নামের ওই শিক্ষিকাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আটকে পড়ার ৬৬ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হলো।

No comments

Powered by Blogger.