বাস্তবসম্মত সংস্কারের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান

প্রকৃত ও বাস্তবসম্মত’ সংস্কারের জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন দূত ডেরেক মিচেল। ইয়াঙ্গুন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
গত মাসে মিয়ানমার-বিষয়ক মার্কিন সমন্বয়ক হিসেবে নিয়োগ পান মিচেল। এরপর এটাই তাঁর প্রথম মিয়ানমার সফর। এতে মিয়ানমারের নামমাত্র বেসামরিক সরকারের কয়েকজন মন্ত্রী এবং দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেন তিনি।
সফর শেষে ইয়াঙ্গুন বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমারের উচিত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং জাতিগত দ্বন্দ্বের অবসান ঘটানো। তিনি বলেন, মিয়ানমার বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত ও বাস্তবসম্মত সংস্কার করলে যুক্তরাষ্ট্র ‘সহানুভূতিশীল’ হিসেবে সাড়া দেবে।
নারী-শিশুসহ অন্তত দুই হাজার জনকে বন্দী করে রেখেছে মিয়ানমার সরকার। জাতিগত সংখ্যালঘু অঞ্চলে যুদ্ধাবস্থা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়।

No comments

Powered by Blogger.