সরকার তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে

ভারতের তামিলনাড়ু রাজ্যে গুলিতে সাত ব্যক্তিকে হত্যার ঘটনায় বিরোধীদের দাবির জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। তিনি বলেছেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণার পর সরকার একতরফা কিছুই করতে পারে না। সরকার কমিটির সুপারিশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে।
সিপিআই-এমসহ অন্যান্য বিরোধী দল পরমাকাদিতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে আসছে।
বিধানসভার অধিবেশনে জয়ললিতা বলেন, তিনি প্রথমে ডিআরও তদন্তের নির্দেশ দিলেও পরে বিরোধী দলগুলোর দাবির কারণেই বিচার বিভাগীয় তদন্তের অনুমতি দিয়েছেন। সরকার হাইকোর্টের সাবেক একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়ার ফলে এখন তাদের সুপারিশের জন্য অপেক্ষা করতে হবে। কারণ কোনো কমিটি গঠনের ঘোষণা হয়ে গেলে শাস্তির সুপারিশ করার এখতিয়ার সেই কমিটির হাতেই চলে যায়। তিনি বলেন, কমিটি কারও বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলে সরকার অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
তামিলনাড়ুর পরমাকাদিতে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ গুলি চালালে সাত ব্যক্তি নিহত হয়। ওই হত্যার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে সিপি-এম ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা করে।

No comments

Powered by Blogger.