পেলেকে পেয়ে গেছেন ফার্গি!

চার ম্যাচে ৮ গোল, এর মধ্যে দুটো আবার হ্যাটট্রিক! এবার মৌসুমের শুরুতে দুর্দান্ত এই ফর্ম অনেককেই মনে করিয়ে দিচ্ছে গত মৌসুমে কী উত্থান-পতন-উত্থানই না গেছে ওয়েইন রুনির ক্যারিয়ারে। গতবার লিগের মাঝপথে, ১৮ ম্যাচ শেষে তাঁর নামের পাশে ছিল একটি মাত্র গোল। ফর্মের এই দুর্দশার সঙ্গে যুক্ত হয়েছিল ব্যক্তিজীবনের টানাপোড়েন, পতিতা-কেলেঙ্কারি, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে রুনির ব্যাকুল হয়ে ওঠা।
সেই রুনি লিগের শেষ ১৮ ম্যাচে করেছেন ১০ গোল। শেষার্ধে এসেই বুঝি পরের মৌসুমের জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন। তাই মৌসুম শুরু হতেই এবার গোলের পর গোল!
রুনির এই দুর্দান্ত ফর্ম স্যার অ্যালেক্স ফার্গুসনকে মনে করিয়ে দিচ্ছে পেলের কথা! রুনিকে ব্রাজিল কিংবদন্তির সঙ্গে তুলনা করলেন ম্যানইউ কোচ, ‘উদাহরণ হিসেবে আপনি পেলের কথা বলতে পারেন। পেলেও ছিল দারুণ আক্রমণাত্মক, আবার একই সঙ্গে যে নিজের ভালো-মন্দটাও বুঝত। রুনিও তা-ই। এই দুজনের মধ্যে শক্তি, গতি আর দৃঢ়প্রতিজ্ঞার দিক দিয়ে দারুণ মিল আছে।’
পেলের সঙ্গে রুনির এই মিল খুঁজতে ফার্গুসনকে উসকে দিয়েছেন আসলে বেনফিকা কোচ হোর্হে জেসাস। গতকাল চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছে এই দুই দল। এর আগে জেসাস রুনিকে পরিয়েছেন প্রশংসার মালা, ‘রুনিকে দেখে মনে হয় না ও ব্রিটিশ খেলোয়াড়। মনে হয় ও যেন ব্রাজিল নয় তো আর্জেন্টিনার।’
পেলের সঙ্গে তুলনা করায় মনে হতে পারে ফার্গুসন হয়তো জেসাসের কথা মেনে নিয়েছেন। তবে স্যার ফার্গির ব্যাখ্যাটি কিন্তু ভিন্ন, ‘এখানে আমি ভিন্নমত জানাই। ও আসলে প্রথাগত ব্রিটিশ খেলোয়াড়ই। তবে যুগে যুগে এমন অনেক ব্রিটিশ খেলোয়াড় এসেছে, যাদের মধ্যে ওই ধরনের (ব্রাজিল-আর্জেন্টিনার মতো) খেলার গুণাগুণ ছিল। পল গ্যাসকোয়েন, জর্জ বেস্ট, ববি চার্লটন, ডেনিস ল যেমন ছিলেন। মিলগুলো হলো, এই ছেলেটার বুকে প্রচণ্ড সাহস। ও সব সময়ই খেলতে চায়, ওর আছে অবিশ্বাস্য প্রাণশক্তি। এসব ওর প্রতিভায় বাড়তি কিছু যোগ করেছে।’
রুনি আগের চেয়ে অনেক পরিণতও হয়েছেন বলে মন্তব্য ফার্গুসনের, ‘বিশের ঘরের মাঝামাঝি বয়সটায় আপনার মধ্যে অনেক পরিণতিবোধ আসবে। খেলাটার ওপর কর্তৃত্ব বাড়বে, টাইমিং অনেক ভালো হবে, খেলাটাকেও আপনি আগের চেয়ে অনেক ভালো বুঝবেন।

No comments

Powered by Blogger.