সেমিফাইনালে ব্রাজিল ও ফ্রান্স

ম্যাচটাকে দেখা হচ্ছিল ‘আসল ফাইনাল’ হিসেবে। কারণ এবারের যুব বিশ্বকাপের সেরা দুটি দলই পরশু মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল ও স্পেনের শেষ আটের লড়াইটাও হয়েছে ফাইনালের মতোই, যাতে জয়ী চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। স্পেন পেনাল্টি শুটআউটে হেরে গেছে ৪-২ গোলে।
৯০ মিনিটে ১-১ গোলে সমতার পর অতিরিক্ত সময় শেষে ২-২। দুবারই পেছন থেকে সমতায় ফেরে স্প্যানিশরা। প্রথমার্ধের ৩৫ মিনিটে উইলিয়ানের গোলে পিছিয়ে পড়া স্পেন ৫৭ মিনিটে ম্যাচে ফেরে রদ্রিগোর গোলে। ১০০ মিনিটে ডুডুর করা গোলটিকে ব্রাজিল ধরে রাখতে পারে মাত্র ২ মিনিট। আলভেরো ভাজকুয়েজের গোলেই ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যায় স্পেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ভাজকুয়েজের এটা পঞ্চম গোল।
পরশু আরেকটি নাটকীয় ম্যাচে নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ইনজুরি সময়ের গোলে সমতায় ফেরে ১-০ গোলে পিছিয়ে থাকা নাইজেরিয়া। অতিরিক্ত সময়ে হয় বাকি গোল তিনটি।
আগামী বুধবার সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। শেষ চারের অন্য ম্যাচে আরেক শিরোপাপ্রত্যাশী পর্তুগাল খেলবে এবারই প্রথম সেমিফাইনালে ওঠা ফ্রান্সের সঙ্গে।

No comments

Powered by Blogger.