সহস্রাধিক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত সপ্তাহে চার দিন ধরে চলা দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে সহস্রাধিক ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। গতকাল বুধবার লন্ডনের পুলিশ এ তথ্য জানিয়েছে।
ওই দাঙ্গায় জড়িত সন্দেহে ইতিমধ্যে এক হাজার ৭৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার পাঁচজনের বিরুদ্ধে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে গত সোমবার বিকেলে এক হাজার ১৭৯ জনকে আদালতে হাজির করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার টিম গডউইন এএফপিকে বলেছেন, এটি একটি মাইলফলক। তবে তদন্ত শেষ হতে এখনো অনেক দূর। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহে পুলিশ কর্মকর্তারা দিনরাত কাজ করছেন।
পুলিশের গুলিতে উত্তর লন্ডনের টটেনহ্যামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি শহরে টানা চার দিন চার রাত ধরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনার পর পুলিশ সিসিটিভিতে ধারণ করা চিত্র প্রকাশ করে। দাঙ্গায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে তাদের পরিবারের সদস্য ও পরিচিতজনেরা পুলিশকে সহায়তা করেছে।

No comments

Powered by Blogger.