ঘুরে দাড়ানোর চেষ্টা জিম্বাবুয়ের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে পূরণে শুরুটা মোটামুটি ভালোই হয়েছে সফরকারীদের। মাত্র ৩৯ রানের মধ্যেই দুই জিম্বাবুইয়ান ওপেনার ব্রেন্ডন টেলর ও ভুসি সিবান্দাকে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের পেসাররা। কিন্তু তৃতীয় উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুড়ে দাড়ানোর চেষ্টা চালাচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজা ও টাটেন্ডা টাইবু। ৩৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দুই উইকেটে ১২৮ রান। মাসাকাদজা ৪৬ রান নিয়ে ব্যাট করছেন। ৪৯ রান করে অপরাজিত আছেন টাইবু।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আর তাঁর সেই সিদ্ধান্তের যৌক্তিকতা বেশ ভালো মতোই প্রমাণ করেছেন তিন বাংলাদেশি পেসার শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও রুবেল হোসেন। ইনিংসের সপ্তম ওভারেই টেলরকে সাজঘরমুখী করেছিলেন শাফিউল। ৩৯ রানের মাথায় বিপজ্জনক ব্যাটসম্যান সিবান্দাকেও ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে কিছুটা শক্ত অবস্থানে নিয়ে গেছেন রুবেল।

No comments

Powered by Blogger.