সিরিয়ায় পশ্চিমাদের হস্তক্ষেপ ন্যায়সংগত নয়: ইরান

ইরানের আঞ্চলিক আরব মিত্র সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের কোনো ধরনের হস্তক্ষেপকে ন্যায়সংগত মনে করে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত গতকাল মঙ্গলবার এ কথা বলেন।
মেহমানপারাস্ত তাঁর সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ের সময় বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি হস্তক্ষেপ ন্যায়সংগত নয়। এই হস্তক্ষেপ শুধু অনেক সমস্যার সৃষ্টি করবে।
মেহমানপারাস্ত আরও বলেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এ ছাড়া তারা বিভিন্ন অজুহাতে তাদের সেনাবাহিনীকে ব্যবহার করে ও ওই সব দেশ দখল করে নেয়।
মেহমানপারাস্ত সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে, তাহলে তাঁরা এই অঞ্চলে তাঁদের বিরোধীদের ইন্ধন জোগাবেন।
ওয়াশিংটন, ইউরোপীয় ইউনিয়ন ও সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর অভিযোগ, আন্দোলন দমাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে ইরান। তবে তাদের এই অভিযোগ ইরান জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

No comments

Powered by Blogger.