নেপালে ন্যানো গাড়ির জন্য ফরমায়েশ

ভারতের টাটা কোম্পানির তৈরি ন্যানো গাড়ি নেপালে বিক্রি শুরু হয়েছে। গত ২৭ জুন ন্যানো গাড়ির উদ্বোধনের পরের ১০ দিনে অন্তত ৩৫২টি ন্যানো কেনার জন্য ফরমায়েশ দিয়েছেন নেপালের ক্রেতারা। ভারতের বাইরে শ্রীলঙ্কার পর এবার নেপালে ন্যানো গাড়ি বিক্রি করা হচ্ছে।
ভারতীয় মুদ্রায় পাঁচ লাখ রুপি মূল্যের এ গাড়ি নেপালের ভোক্তাদের জন্য সবচেয়ে সস্তা দামের গাড়ি। নেপালে টাটার ডিস্ট্রিবিউটর সিপ্রাদি ট্রেডিং প্রাইভেট লিমিটেডের তথ্য অনুযায়ী, দেশটির ৪৫ শতাংশ ভোক্তা টাটা ন্যানো স্ট্যান্ডার্ড কিনতে আগ্রহী। ৫৫ শতাংশের পছন্দ টাটা এলএক্স (উচ্চমূল্যের) ও ন্যানো সিএক্স (মধ্য-উচ্চমূল্যের)।
নেপালের ক্রেতারা কিস্তিতে ন্যানো কেনার সুযোগ পাচ্ছেন। এককালীন ১০ হাজার রুপি ও প্রতি মাসে ১১ হাজার ১১১ রুপি কিস্তি দিতে হবে তাঁদের।

No comments

Powered by Blogger.