ডিএসইতে আজও দেড় হাজার কোটি টাকার লেনদেন

ধর্মভিত্তিক দল ও সংগঠনের ডাকা ৩০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আজ দুপুর ১২টায় এই হরতাল শেষ হয়। আজও পুঁজিবাজারে হরতালের কোনো প্রভাব পড়েনি। বেলা ১১টায় নির্ধারিত সময়েই দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়।
ডিএসই সূত্রে জানা যায়, আজ এই এক্সচেঞ্জে এক হাজার ৫৮১ কোটি টাকার লেনদেন হয়। গতকালও এক হাজার ৬৪৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ নিয়ে টানা চার দিন এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো।
আজ লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়। বেলা একটা ১৫ মিনিটে সূচক দিনের সর্বোচ্চ ৬১ পয়েন্ট বাড়ে। তবে দিন শেষে কিছুটা কমলেও ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০.৫৯ পয়েন্ট বেড়ে ৬,৪৫৮.০৯ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৭টি প্রতিষ্ঠানের দাম। কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সটেক্স, ওয়ান ব্যাংক লিমিটেড, আরএন স্পিনিং, ইউসিবিএল, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল ও এমআই সিমেন্ট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৯.৪৩ পয়েন্ট বেড়ে ১৮১৫৮.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.