সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা

লেবাননের সাবেক প্রেসিডেন্ট রফিক হারিরি হত্যাকাণ্ডের তদন্তে নিয়োজিত বিশেষ ট্রাইব্যুনাল গতকাল রোববার বলেছে, ওই ঘটনায় সন্দেহভাজন চার ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০০৫ সালে বোমা হামলায় নিহত হন হারিরি।
সন্দেহভাজন ওই ব্যক্তিরা হলেন: মুস্তাফা বদরেদ্দিন, সালিম আয়াশ, আসাদ সাবরা ও হুসেইন আনাইসি। তাঁরা সবাই শিয়া রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর সদস্য।
মার্টিন ইউসেফ বলেন, গত শুক্রবার ইন্টারপোল সদস্য দেশগুলোতে তথাকথিত ‘রেড নোটিশ’ জারি করেছে। তবে সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান ও পরিচয় সম্পর্কে ইন্টারপোল কোনো তথ্য জানায়নি।
লেবাননের নিরাপত্তা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত শনিবার ইন্টারপোলের সদস্যভুক্ত সব দেশে রেড নোটিশ পৌঁছে গেছে। নোটিশে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করে জাতিসংঘের সমর্থিত ওই ট্রাইব্যুনালে হস্তান্তর করার জন্য দেশগুলোর প্রতি অনুরোধ করা হয়েছে।

No comments

Powered by Blogger.