হরতালেও পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন

প্রধান বিরোধী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাকা হরতালেও দেশের পুঁজিবাজার ছিল স্বাভাবিক। দিনের শুরুতেই দুই স্টক এক্সচেঞ্জে ব্রোকারেজ হাউসের কোরাম পূর্ণ হয়ে যায়। সে কারণে যথা সময়েই লেনদেন শুরু হয়। তবে দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে।
ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান জানান, আজ লেনদেনের শুরুতে ২১৩টি ব্রোকারেজ হাউস লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়। এ ক্ষেত্রে কোরাম পূর্ণ হতে ৭২টি হাউসের লগইন প্রয়োজন বলে তিনি জানান।
ডিএসই সূত্রে জানা যায়, আজ সকালে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা পৌনে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮০ পয়েন্টের মতো বেড়ে যায়। এর পর সূচক নিম্নমুখী হয়। তবে কয়েকবার ওঠানামা করে দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক মাত্র ০.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭৬২.৮৮ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৫৬১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, লঙ্কা-বাংলা ফিন্যান্স, ইস্টার্ন হাউজিং, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও পিপলস লিজিং।
এদিকে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জিকিউ বলপেনের দাম। এ ছাড়া রূপালী ইনস্যুরেন্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, এমআই সিমেন্ট, রেকিট বেনকিজার, ইস্টার্ন হাউজিং, সোনার বাংলা ইনস্যুরেন্স, বিডি থাই, ওসিএল ও গ্লোবাল ইনস্যুরেন্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া লিগাসি ফুটওয়্যার, যমুনা অয়েল, বিএসআরএম স্টিল, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামিক ব্যাংক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, কে অ্যান্ড কিউ, লিব্রা ইনফিউশনস ও কাশেম ড্রাইসেলস দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ০.২৭ পয়েন্ট কমে ১৬০০৯.৫৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে।

No comments

Powered by Blogger.