জবাব ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা

ম্যাচের ফলাফল কী হবে সময়ই বলবে। তবে কার্ডিফের ব্যাটিং-দুঃস্বপ্ন মাটিচাপা দিয়ে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। কার্ডিফের ৮২ শ্রীলঙ্কা পেরিয়ে গেল ২২ ওভারে, একটি উইকেটও না হারিয়ে। এরপর ১০০, ১৫০, ২০০ পেরিয়ে তিলকরত্নে দিলশান ও থারাঙ্গা পারানাভিতানার উদ্বোধনী জুটিতেই ২০৭ রান। দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৩১।
৬৫ রান করা পারানাভিতানাকে দিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন ফিন। পরে সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে নিয়ে দিনের বাকিটা সময় নিরাপদেই কাটিয়ে দিয়েছেন অধিনায়ক দিলশান। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির (ক্যারিয়ারের দ্বাদশ) স্বাদ পাওয়া দিলশান দিনশেষে অপরাজিত ১২৭ রানে। সঙ্গী সাঙ্গাকারা ব্যাট করছেন ১৩ রান নিয়ে।
এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৪৮৬। আগের দিন শেষ বিকেলের মতো প্রিয়র-ব্রডের জুটি কালও যথেষ্ট ভুগিয়েছে লঙ্কানদের। রীতিমতো টি-টোয়েন্টির গতিতে ব্যাটিং করেছেন দুজন, কাল সকালে প্রথম ৮ ওভারেই ৬৮ রান! ৪৭ বলে ফিফটি ছোঁয়ার পরপরই ফিরে গেছেন ব্রড। তবে লর্ডসে দ্বিতীয় ও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ঠিকই তুলে নিয়েছেন ম্যাট প্রিয়র। প্রথমটি পেয়েছিলেন নিজের অভিষেক টেস্টে। লর্ডসে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দুটি সেঞ্চুরি আছে আর কেবল প্রিয়রেরই পূর্বসূরি লেসলি অ্যামিসের।
ব্রডের পর ওই ওভারে সোয়ানকেও তুলে নিয়েছিলেন চানাকা ভেলেগেদারা। কিন্তু শ্রীলঙ্কাকে যন্ত্রণা দিয়েছে ইংল্যান্ডের লোয়ার-অর্ডাররাও। প্রিয়রের সঙ্গে ৩৮ রানের জুটি গড়লেন দশে নামা ক্রিস ট্রেমলেট। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা (১৩১*) হাতছানি দিলেও প্রিয়র (১২৬) ফিরে গেছেন দ্রুত রান বাড়ানোর বলি হয়ে। ট্রেমলেট-ফিনের শেষ জুটিও ৩৪ রানের। জুটিটি ভেঙেছে লাঞ্চের আগে আগে। ম্যাচের প্রথম সকালে ২২ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড ততক্ষণে পেয়ে গেছে ৪৮৬ রানের বড় পুঁজি। ওয়েবসাইট।

জুটি
ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি এই প্রথম তো বটেই, ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট দ্বৈরথেও দিলশান-পারানাভিতানার ২০৭ উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।

No comments

Powered by Blogger.