নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

বিশ্বকাপে নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। কিছুদিন আগেও তিনি এই চাকরি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু হঠাত্ই সবকিছু বদলে গেল। ডোনাল্ড নিউজিল্যান্ড দলের এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সূত্র জানাচ্ছে, দক্ষিণ আফ্রিকা দলের কোনো একটি পদে তাঁর নিয়োগ একদম নিশ্চিতই। তাই নিজ দেশের জাতীয় দলের হয়ে কাজ করার টানে তিনি শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ছাড়ছেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন বলেছেন, ‘ডোনাল্ড আমাদের জানিয়েছেন যে তিনি মত পরিবর্তন করছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ডোনাল্ডকে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্ট চালিয়েছিলাম। কিন্তু বুঝতে পারছি, তিনি দক্ষিণ আফ্রিকা দলেই একটি ভালো চাকরি পেয়ে গেছেন। নিজ দেশের এই চাকরি তাঁর এবং তাঁর পরিবার উভয়ের জন্যই লোভনীয়।’
দক্ষিণ আফ্রিকা দলে ডোনাল্ডের চাকরির ব্যাপারটি উল্লেখ করে একই সঙ্গে নিজেদের হতাশার কথাও জানিয়েছেন জাস্টিন ভন। তিনি বলেছেন, ‘ডোনাল্ডের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছিল। আমরা তাঁকে রাখতে চেয়েছিলাম। আসলে এটাই বোধ হয় পেশাদারিত্ব। তবে তিনি যত দিন নিউজিল্যান্ড দলের হয়ে কাজ করেছেন, তত দিনই পূর্ণ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।’
এদিকে, ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন দক্ষিণ আফ্রিকার কোচ হতে যাচ্ছেন—এই খবর আজই মিডিয়ায় চাউর হয়েছে। অ্যালান ডোনাল্ড খুব সম্ভবত তাঁরই অধীনে প্রোটিয়াদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

No comments

Powered by Blogger.