তুরস্কে আশ্রয় নিতে সীমান্তে মানুষের ভিড়

জিসর আল-শুগুর দখলের পর সিরিয়ার সেনাবাহিনী আরেকটি শহরে অভিযান চালাতে পারে—এ আশঙ্কায় তুরস্কের শরণার্থী শিবিরে আশ্রয় নিতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তে শত শত মানুষ জড়ো হচ্ছে।
সিরিয়ার সামরিক বাহিনীর সূত্রগুলো বিবিসিকে বলেছে, সেনাবাহিনী জিসর আল-শুগুরের নিকটবর্তী মারাত আল-নুমান শহরেও অভিযান চালানোর পরিকল্পনা করছে। সূত্র জানায়, গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর ১২০ সদস্যকে হত্যার পর পালিয়ে যাওয়া সশস্ত্র লোকদের ধরতে এ অভিযান চালানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, বিদ্রোহের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে লড়াইয়ে ওই নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন।
এদিকে তুরস্কের বার্তা সংস্থা আনাতোলিয়া জানায়, গতকাল নিরাপত্তা বাহিনীর সদস্যদের দমনাভিযানের মুখে সিরিয়া থেকে তুরস্কের হাতায় প্রদেশের দুটি শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৮১৭ জনে। গত রোববার সেখানে আশ্রয় নিয়েছিল পাঁচ হাজার ৫১ জন।
আনাতোলিয়া জানায়, হাতায় প্রদেশে টার্কিশ রেড ক্রিসেন্টের দুটি আশ্রয়শিবিরে ওই শরণার্থীরা আশ্রয় নিয়েছে। সেখানে আরও দুটি শিবির নির্মাণ করা হচ্ছে। এই শিবিরগুলোতে আরও নয় হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব।

No comments

Powered by Blogger.