ক্রাইস্টচার্চে আবারও ভূমিকম্প

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে গতকাল সোমবার আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বেলা দুইটা ২০ মিনিটে পরপর কয়েকটি কম্পনে কেঁপে ওঠে শহরটি। এতে ৫০টিরও বেশি ভবন ভেঙ্গে পড়ে। তবে এতে কেউ নিহত হননি। আহত হয়েছে ১০ জন ।
নিউজিল্যান্ডের বেসরকারি প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৬। নিউজিল্যান্ডের জিএনএস ইনস্টিটিউট জানায়, এ ছাড়া ৪ দশমিক ৩ মাত্রার বেশি আরও চার দফা ভূমিকম্প হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ৪ থেকে ৫ মাত্রার আরও কয়েকটি ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কেভিন বেরিম্যান জানান।
শহরের মেয়র বব পার্কার বলেন, আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। ভূমিকম্পের ফলে শহরের ৫৪ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি সরবরাহও বিঘ্নিত হচ্ছে।
মাত্র চার মাস আগে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পে ১৮১ জন নিহত হয়। এ ছাড়া ওই ঘটনায় ক্রাইস্টচার্চ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

No comments

Powered by Blogger.