ঝাড়খন্ডে মাওবাদীদের গণকবরের সন্ধান

ভারতের ঝাড়খন্ড রাজ্যে একটি গণকবরের সন্ধান পেয়েছে পুলিশ। মাওবাদী-অধ্যুষিত রাঁচি ও খুনতি জেলার সীমান্ত এলাকার জঙ্গলে খুঁজে পাওয়া এ গণকবরে ১৪ জন মাওবাদীর লাশ মিলেছে। সে দেশের পুলিশের বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি এ তথ্য জানায়।
ঝাড়খন্ডের পুলিশের ধারণা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী বিদ্রোহীদের লাশ এগুলো। সহযোদ্ধা বিদ্রোহীরা পরে লাশগুলোর গণকবর দেয়। তবে ঠিক কবে তারা নিহত হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মাওবাদীরা সাধারণত তাদের সহযোদ্ধাদের লাশ সংঘর্ষস্থলে ফেলে আসে না।
রাজ্য পুলিশের প্রধান গৌরী শঙ্কর রাথ বিবিসিকে বলেছেন, পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় স্থানীয় জনগণ ওই গণকবর সম্পর্কে তাঁদের অবহিত করে। পরে মাটি খুঁড়ে ওই লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানিয়েছে, লাশগুলোর গায়ে বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। অনেকের গায়ে ইউনিফর্ম পরা ছিল।
ভারতের পূর্বাঞ্চলীয় ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা বেশ সক্রিয়। বিদ্রোহীদের দাবি, তারা আদিবাসী ও গরিব মানুষের অধিকার আদায়ে লড়াই চালিয়ে আসছে।

No comments

Powered by Blogger.