দেড় বছর পর স্কোয়াশ টুর্নামেন্ট

সর্বশেষ টুর্নামেন্ট হয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে, এসএ গেমসের পর। প্রায় দেড় বছর পর আবার হচ্ছে আরেকটি স্কোয়াশ টুর্নামেন্ট—নাম গ্রামীণফোন ওপেন! ঢাকা ক্লাবে আগামী পরশু শুরু হয়ে শেষ হবে ৩১ মে।
প্রিমিয়ার, ‘এ’, ‘বি’, অনূর্ধ্ব-১৮ ও ঊর্ধ্ব-৪৫—এই পাঁচ বিভাগে অংশ নিচ্ছে ১৬টি ক্লাবের মোট ৭৬ জন খেলোয়াড়। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশনস তাহমীদ আজিজুল হক।
ফেডারেশনে স্থবিরতা, নিয়মিত খেলা নেই—এসবের একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘আমাদের শুধু একটা কক্ষই আছে, নিজস্ব কোনো কোর্ট নেই। কখনো ঢাকা ক্লাবে, কখনো গুলশান ক্লাবে খেলতে হয়। কোর্টের সমস্যার কারণেই এত দিন আমরা খেলা চালিয়ে যেতে পারিনি।’ তবে জানালেন এরই মধ্যে একটি জায়গা সরকার তাদের বরাদ্দ দিয়েছে, ‘বনানীতে আমরা ১২ কাঠা জায়গা পেয়েছি। যদিও রাজউক এই জায়গার জন্য দেড় কোটি টাকা দিতে বলেছে। স্কোয়াশের মতো ছোট ফেডারেশনের জন্য এটা অনেক টাকা।’

No comments

Powered by Blogger.