পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদে নয়াদিল্লিতে সড়ক অবরোধ

পেট্রলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ কর্মসূচির ডাক দেয়। কর্মসূচি চলাকালে তীব্র যাটজটের সৃষ্টি হয়।
বিজেপির দিল্লি শাখার সভাপতি বিজয়েন্দ্র গুপ্ত এএফপিকে বলেছেন, ‘রাজধানীর অন্তত ১৪টি ব্যস্ত সংযোগ সড়কে শত শত দলীয় কর্মী অবরোধ সৃষ্টি করেন। এ কর্মসূচির মাধ্যমে আমরা পেট্রলের দাম বাড়ানোর প্রতিবাদ ও দাম কমানোর দাবি জানাচ্ছি। কর্মসূচি পালনকালে আমাদের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া অনেককে জোর করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।’
গত শনিবার মধ্যরাতে ভারত সরকার প্রতি লিটার পেট্রলের দাম পাঁচ রুপি করে বৃদ্ধির ঘোষণা দেয়। গত ১১ মাসে অন্তত আটবার পেট্রলের দাম বাড়ানো হলো। বিশ্লেষকেরা বলছেন, পেট্রলের ওপর সরকারি ভর্তুকি কমানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় তেল কোম্পানির এক নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে গতকাল হিন্দুস্তান টাইমস জানায়, ‘আমাদের করার কিছু নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী মাসের শুরুর দিকে পেট্রলের মূল্য আরেক দফা বাড়ানো হতে পারে।’

No comments

Powered by Blogger.