অধিকাংশ শেয়ারের দাম কমেছে

সপ্তাহের দ্বিতীয় লেনদেন দিবসে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৫১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, আর কমেছে ১৫১টির। তবে বেশির ভাগ শেয়ারের দাম কমলেও বেড়েছে সাধারণ মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।
চলতি মাসে প্রথমবারের মতো গতকাল ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগে সর্বশেষ ২৮ এপ্রিল ডিএসইতে ৬৬৬ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।
স্টক এক্সচেঞ্জটিতে গতকাল দিনভর শেয়ারের মূল্যসূচক ওঠা-নামা করেছে। এই ওঠা-নামার মধ্যে সাধারণ সূচক আগের দিনের চেয়ে মাত্র তিন পয়েন্টের মতো বেড়ে দিনশেষে পাঁচ হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। যদিও লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭৩ পয়েন্ট বাড়ে। সেই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা সাড়ে ১১ টার দিকে আবার সূচক কমতে শুরু করে। বেলা একটায় সাধারণ মূল্যসূচক প্রায় ৯১ পয়েন্ট বেড়ে দিনের সর্বোচ্চ পাঁচ হাজার ৮৭৯ পয়েন্টে পৌঁছায়। আর লেনদেন শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেটি দিনের সর্বনিম্ন পাঁচ হাজার ৭৭৭ পয়েন্টে নেমে আসে। এতে গতকাল সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান দাঁড়ায় ১০২ পয়েন্ট।
ঢাকার বাজারে গতকাল দিনশেষে প্রায় ৬০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে সংস্থাটির পুনর্গঠনের কাজ শুরু হওয়ায় নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারীর মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
এসইসির নতুন চেয়ারম্যান খায়রুল হোসেন রোববার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেছিলেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো হবে তাঁর প্রধান কাজ।
ঢাকার বাজারের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৭টি, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশির ভাগ শেয়ারের দাম কমলেও লেনদেন এবং সূচক দুই-ই বেড়েছে। সিএসইতে গতকাল লেনদেন আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি টাকা। আর সার্বিক সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ হাজার ১৩৮ পয়েন্টে।
এদিকে ডিএসই সভাপতি শাকিল রিজভীর নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল গতকাল এসইসির নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

No comments

Powered by Blogger.