করাচিতে গুলি করে সৌদি কূটনীতিককে হত্যা

পাকিস্তানের বন্দর নগর করাচিতে গতকাল সোমবার বন্দুকধারীদের গুলিতে সৌদি আরবের একজন কূটনীতিক নিহত হয়েছেন। পাকিস্তানের পুলিশ ও ইসলামাবাদে সৌদি আরবের রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন। কেউ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে আল-কায়েদার প্রশিক্ষণ পাওয়া পাকিস্তানি তালেবান এই হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছে।
করাচির একজন পুলিশ কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে আসা চারজন বন্দুকধারী অতর্কিতে গুলি চালালে গাড়িতে বসা ওই সৌদি কূটনীতিক নিহত হন। তিনি বলেন, ‘সৌদি কূটনীতিক নিজেই চালকের আসনে ছিলেন। সম্ভবত তিনি তাঁর বাসা থেকে কনস্যুলেটে যাচ্ছিলেন।’
প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শারফুদ্দিন মেমোন জানান, ‘নিহত ব্যক্তি সৌদি কনস্যুলেটের একজন কর্মকর্তা। আমরা হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখছি।’
ইসলামাবাদে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল আজিজ আল-গাদের তাঁদের কূটনীতিককে হত্যার নিন্দা করেছেন। তবে তিনি নিহত কূটনীতিকের বিস্তারিত পদমর্যাদা প্রকাশ করেননি।
আবদুল আজিজ আল-গাদের বলেন, ‘আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে বিশ্বাস করি। আশা করি, তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবে।’
মাত্র কয়েক দিন আগে ইসলামাবাদে সৌদি কনস্যুলেটে হামলাকারীরা দুটি হাত-গ্রেনেড নিক্ষেপ করেছিল। তাতে অবশ্য কেউ হতাহত হয়নি।

No comments

Powered by Blogger.