আইসিসির সিদ্ধান্ত হাস্যকর: পোর্টারফিল্ড

সদ্যসমাপ্ত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে গোটা বিশ্বকেই চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। এটা ‘অঘটন’ ছিল না মোটেই। গ্রুপ পর্বের বাধা পার হতে না পারলেও আইরিশদের দাপট ঠিকই প্রত্যক্ষ করেছে ক্রিকেট বিশ্ব। অনেকে তো আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেওয়ার পক্ষেও মত দিয়েছিলেন। তবে বাস্তবতা হলো, বিশ্বকাপ খেলার যোগ্যতাই হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড!
বিশ্বকাপের পরিধি কমিয়ে ১০ দলে নামিয়ে এনেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আর এ কারণে কপাল পুড়েছে চার সহযোগী দেশ কানাডা, কেনিয়া, আয়ারল্যান্ড ও হল্যান্ডের। বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হলো এই চারটি দলকেই!
স্বাভাবিকভাবেই আইসিসির এই সিদ্ধান্তে হতাশ সহযোগী দেশগুলো। আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের দৃষ্টিতে সিদ্ধান্তটা নিতান্ত হাস্যকর, ‘এটা অবিচার। আমি জানি না, আইসিসি কীভাবে এই হাস্যকর সিদ্ধান্তটা নিল। গত কয়েক বছরে আইসিসি যেভাবে চেয়েছে, ঠিক সেভাবেই নিজেদের গড়েছি আমরা।’
আইসিসির পূর্ণ সদস্য জিম্বাবুয়ের সঙ্গে তুলনা দিয়ে পোর্টারফিল্ড বলেন, ‘বর্তমান র্যাঙ্কিংয়ে আমরা ১০ নম্বরে, জিম্বাবুয়ের ঠিক ওপরে। আমরা যে আরও ওপরে উঠতে পারব না, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। অথচ হুট করে দরজা বন্ধ করে দেওয়া হলো। এটা আমাদের জন্য বিব্রতকর।’

No comments

Powered by Blogger.