সাউথওয়েস্টের সেই বিমানটি আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল

যুক্তরাষ্ট্রে উড়ন্ত অবস্থায় সাউথওয়েস্ট এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমানের ছাদে যে অংশে আকস্মিক গর্তের সৃষ্টি হয়েছে, আগে থেকেই ওই অংশটি ক্ষতিগ্রস্ত ছিল। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) বিশেষজ্ঞরা গত রোববার এ তথ্য জানিয়েছেন।
এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনসের আরও তিনটি বিমানে ছোটখাটো ফাটল ধরা পড়েছে। এই ফাটলগুলো পরে গর্তে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
গত শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স বিমানবন্দর থেকে ১১৮ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর বোয়িং-৭৩৭ বিমানের ছাদে আকস্মিক গর্তের সৃষ্টি হয়। ওই গর্ত দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছিল।পরে বিমানটি একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।
সে দেশের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) বিশেষজ্ঞরা ওই বিমানটি পরীক্ষা করেছেন। পরীক্ষা শেষে এনটিএসবির সদস্য রবার্ট সামওয়াল্ট এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিমানটির ক্ষতিগ্রস্ত অংশে আগে থেকেই ফাটল ছিল। পরে সেখানে পাঁচ ফুট দৈর্ঘ্য ও এক ফুট প্রস্থের গর্তের সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.