অন্য রকম উপহার

ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও তাঁর বাগদত্তা কেট মিডলটনের জন্য অন্য রকম উপহার দিচ্ছে ভারতের একটি প্রাণী অধিকার সংরক্ষণ গোষ্ঠী। কেটের জন্য একটি রেশমি শাড়ি ও উইলিয়ামের জন্য শেরওয়ানির আদলে একটি জ্যাকেট পাঠাচ্ছে তারা। কৃত্রিম রেশম সুতা দিয়ে তৈরি হবে এসব পোশাক। গতকাল সোমবার প্রাণী অধিকার সংরক্ষণ গোষ্ঠী এথিক্যাল ট্রিটমেন্টস অব অ্যানিমেলসের (পেটা) ভারতীয় শাখা এ কথা জানায়।
প্রাণীর প্রতি নির্মমতা রোধে জনসচেতনতা সৃষ্টিতে এই উপহার দিচ্ছে পেটা।
পেটার ভারতীয় শাখার প্রধান কর্মকর্তা পূর্বা যোশিপুরা বলেন, ‘আমরা আশা করছি, কেট ও উইলিয়াম আমাদের নির্মমতামুক্ত এই উপহার পেয়ে খুশি হবেন। তাঁদের বিয়ের ওই বিশেষ দিনে সব প্রাণীর প্রতি সহানুভূতির প্রতীক হিসেবে এই উপহার দিচ্ছি।’
পেটা জানায়, ১০০ গ্রাম রেশম সুতা পেতে প্রায় এক হাজার ৫০০ রেশমপোকা মেরে ফেলতে হয়। কাজেই ওই রেশম সুতা আহরণে নির্মমতা রয়েছে। কিন্তু কৃত্রিম রেশম সুতায় তা নেই। এটি তৈরি হয় পলিয়েস্টার, রেয়ন ও অন্যান্য পদার্থের মিশ্রণে। কাজেই এ সুতা দিয়ে তৈরি উপহার পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা।

No comments

Powered by Blogger.