কার্টারসহ চার বিশ্বনেতা তিন দিনের সফরে যাচ্ছেন উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারসহ চারজন বিশ্বনেতা চলতি সপ্তাহে তিন দিনের সফরে পিয়ংইয়ং যাচ্ছেন। তাঁরা কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমন, পরমাণু নিরস্ত্রীকরণ ও খাদ্যসংকট নিয়ে কমিউনিস্ট রাষ্ট্রটির শীর্ষনেতাদের সঙ্গে আলোচনা করবেন।
সংলাপের নামে উত্তর কোরিয়া প্রতারণা করছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে, নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চেষ্টার পরও পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্রের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী হায়্যুন ইন-তায়িক গতকাল সোমবার বলেছেন, শুধু তাই- নয়, রাজনৈতিক কারণে পিয়ংইয়ং তাদের খাদ্যসংকটের বিষয়টিও অতিরঞ্জিত করছে। তিনি বলেন, শান্তি প্রক্রিয়ার নামে উত্তর কোরিয়া বারবার আলোচনার প্রস্তাব দিয়েছে।

No comments

Powered by Blogger.