চীনে তেজস্ক্রিয়তা আতঙ্কে লবণ মজুদ করার হিড়িক

লবণ পারমাণবিক তেজস্ক্রিয়তা বিস্তার রোধ করতে পারে—এ ধারণা থেকে চীনে লবণ মজুদ করার হিড়িক পড়ে গেছে। জাপানে পারমাণবিক দুর্ঘটনার কারণে এর তেজস্ক্রিয়তা নিয়ে চীনের নাগরিকেরা আতঙ্কিত। তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে তারা এখন তৎপর।
এক্ষেত্রে লবণ তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় এটি সংগ্রহে হুড়োহুড়ি লেগে গেছে।
জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক জ্বালানি কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর খবরে চীনের মানুষ এখন প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। যে যেমন পারছে, লবণ কিনে মজুদ করে রাখছে। এর মধ্যে অনেক দোকানে লবণ শেষ হয়ে গেছে।
লবণ কেনার পেছনে জোরালো ভূমিকা রাখছে মোবাইল ফোনে আসা কিছু বার্তা। এসব বার্তায় জানানো হয়, আয়োডিনযুক্ত লবণ তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে পারে। এ লবণ দ্রুত সংগ্রহে তাদের উদ্বুদ্ধ করা হয়।
দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কারবিষয়ক কমিশন প্রাদেশিক ও পৌর কর্তৃপক্ষকে বাজারে লবণের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।
চীনের বিভিন্ন শহর থেকে লবণের দাম পাঁচ থেকে ১০ গুণ বাড়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মর্তাদের নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

No comments

Powered by Blogger.